প্রতিদানে
- মোঃ আমিনুল এহছান মোল্লা - স্মৃতির পাতা থেকে ২৬-০৪-২০২৪

যে প্রেমের আলিঙ্গনে তরঙ্গ পেয়েছো এ প্রাণে
সে সত্ত্বার কতটুকু দাসত্ব করেছো প্রতিদানে !

যে প্রেমের স্পর্শে স্পর্শে প্রাণের স্পন্দন বুঝেছো
তাঁর কতটুকু এ প্রাণে ধারন করেছো ?

ভুলে কি গেছো সেই অদৃশ্য প্রেমের অপূর্ব্ মহিমা !
যে কিনা এ প্রাণে প্রদীপ দিয়েছে
এক অবিনশ্বর নিশানা
এক অবিনশ্বর ঠিকানা !
লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ (সাঃ) ।

এ প্রদীপকে কতটুকু ভালবেসেছো- হে প্রাণ !
যে প্রদীপে আছে অবিনশ্বর প্রেম !
যে প্রদীপে আছে মুক্তির প্রেম !
যে প্রদীপে আছে শান্তির প্রেম !

যে নশ্বর মোহে আজ তুমি ব্যাকুল পেরেসান- হে প্রাণ !
এ নহে গো প্রেম, এ নহে গো ভালবাসা ।

এ প্রদীপকে কতটুকু ভালবেসেছো- হে প্রাণ !
এ নিখিলে আছো যত শুভ্র কালো । ।
এ যে এক মুক্তির আলো
এ যে এক বিধাতার বিধান -নবীজির প্রাণ..
আল- কোরআন !আল-কোরআন !

ভুলে কি গেছো সেই অদৃশ্য প্রেমের অপূর্ব্ মহিমা !
যে কিনা এ প্রাণে প্রদীপ দিয়েছে তোমাকে
লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ (সাঃ) ।

যে প্রেমের আলিঙ্গনে তরঙ্গ পেয়েছো এ প্রাণে
সে সত্ত্বার কতটুকু দাসত্ব করেছো প্রতিদানে !
---------------------------------------------13-10-2018 ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।