আমি হবো ভাই
- মুসলিম উদ্দীন কায়ছার চৌধুরী রানা ২৬-০৪-২০২৪

আম্মু ওকে বকলে কেন
মারলে কেন চড়,
ওতো তোমায় ফুলের মালা
দিচ্ছিলো সুন্দর।

কান্না থামাও নামটা বলো
কোথায় তুমি থাকো,
বই খাতা কি স্কুল ব্যাগে
গুছিয়ে সব রাখো?

রাত নামলে গাছের তলায়
ঘুমিয়ে থাকি একা,
প্রহর গুনি কখন পাবো
ফুল ক্রেতার দেখা।

এই ভুবনে আপন আমার
ফুলে গাঁথা মালা,
বিক্রি করে মেটাই আমি
পেটে ক্ষুধার জ্বালা।

আম্মু চলো ওকে আমরা
বাসায় নিয়ে যাই,
ও আমার বোন হবে
আমি হবো ভাই।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।