দিন আসে না
- শামছুল হুদা সোয়েব ২৬-০৪-২০২৪

দিন গেলেরে আর দিন আসে না,
দিনের ভাবনায়;
দিন থাকিতে কথা লই ও মন,
দিনের তাড়নায়।

ভবের খেলায় মজে দিন গেলামরে ভুলে,
পাপের বুঝা বাড়াই লয়,
মন তোর খেলা;
ভেবে-ভেবে-ভেবেরে মন-সাজাইয়া তনু,
ভব জঠরে সবই রে,
আমার ধরণী;
ভ্রষ্ট মনে শপেরে মন ভ্রষ্টের পথে,
যদি হয় মতে ভ্রষ্ট,
সবই যে বৃথা।

দিন থাকিতে কথা লই ও মন,
দিন গেলেরে আর দিন আসে না।

তারিখ :-২৪-০৭-২০১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।