পায়রার ছানা
- মুসলিম উদ্দীন কায়ছার চৌধুরী রানা ২৬-০৪-২০২৪

বাক বাকুম বাক বাকুম
ডাকে পাঁয়রার ছানা,
শৃগাল থাকে ওৎ পেতে
নিচে যাওয়া মানা ।

মা বাবা গেল সকাল
যোগাড় করতে আহার,
ক্ষুধার জন্য নিচে নামলে
অন্যের হবে খাবার ।

ভয় কাতুরে ক্ষুধার জ্বালায়
বাক বাকুম রাও,
কোথায় গেলে মা জননী
জলদি খাবার দাও ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।