শিশুর জেরা
- রিয়াজ মোর্শেদ ২৬-০৪-২০২৪

আমায় যখন তোমরা বোঝাও
মিথ্যে বলা মহাপাপ
তোমরা যখন মিথ্যে বলো
সত্যি বলো কার সে পাপ?

বড়োর সাথে আদব লেহাজ
আমায় সদা শিখতে হয়
রিকশা চালক বৃদ্ধ যে জন
তোমার বকা ওর শুনতে হয়।

আমায় বলো পড় পড়
পড়লে তুমি জানবে বেশ
তোমরা কজন নিত্য পড়
কেমন আছে বাংলাদেশ?

আমায় নিয়ে চিন্তা এত
বড় হলে কি হব
বাসার কাজের ছেলের কথা
ভাবলে নাতো একবারও?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Biday
১১-১২-২০১৮ ১২:০৬ মিঃ

দারুণ অনুভব