সিজোফ্রেনিয়া আক্রান্ত কবিতা
- জুনায়েদ বি. রাহমান ২৭-০৪-২০২৪

সন্দুকি-কাঠপালঙ্কে মাথা রাখলে মাঝেমাঝে মগজে বাজে করাতকলের শব্দ
শালিককান্না,
প্রকৃতির অনুযোগ। আরো কতো কি
এইসব ঘটনাবলী খুঁচিয়ে খুঁচিয়ে ঘুম ভাঙ্গায় জংধরা বোধের

সুবোধ আমি ব্যথিতসুরে আঁধারের পীঠিকায় তোমাকে শুনাই-
'কাঠগাছ আর পাখিদের জীবনকথা'
শুনতে শুনতে তুমি ভ্রু-কঁচলে শরীরের জ্বর মেপে স্মরণ করো
' শহরতলির ঈশ্বরকে'

ঈশ্বর নাজিল করেন সিজোফ্রেনিয়ার প্রেকসিপশন; আর আমি
শব্দে মধু মিশিয়ে তোমাকে লিখি
'সিজোফ্রেনিয়া আক্রান্ত কবিতা'
"অতন্দ্রিতা, পাখিটা মাত্র কি বলে গেলো ! শুনবে? শুনো; শুনো না... প্লিইইজ"

২০.১২.১৮, বিকেল।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।