গরিমা-টিকা
- ACHINTYA SARKAR/অচিন্ত্য সরকার[পাষাণভেদী] ২৬-০৪-২০২৪

গরিমা-টিকা
অচিন্ত্য সরকার

শরতের মেঘের মত একদিন ভেসেছিলাম
তোমার নীল বুকে;বৃষ্টিহীন পানসি সুখে।
শ্বেত বলাকারা পাল্লা দিয়েছিল ডানা মেলে;
বাতাস পালে ভর দিয়ে, তরতরিয়ে এগিয়ে
গেলাম সব জনাকে পিছনে ফেলে।তারপর,
একদিন তোমার ছায়া পড়ল সাগরের বুকে;
তার সর্পিল তরঙ্গে নাচলে তুমি বিচিত্র রঙ্গে,
লেহন করলে তরল-জীবন,উন্মত্ত উদ্বায়ী সুখে।
আমাকে নির্বাসিত করলে, গর্ভে ধারণ করলে
সাগরের সন্তান,কণ্ঠে নিয়ে মেঘ বালিকার গান।
আমার শুভ্রতায় লেপে দিলে কলঙ্কের অবয়ব;
বুকে পাথর বেঁধে সহেছি সব।শ্রাবনী পূর্নিমায়
চাঁদের এক বিন্দু আলো দেখেনি;অঝোর ধারায়
কেঁদেছি সারা রাত,তোমার বারণ বার্তা আসেনি।
শুধু একবার কানায় কানায় পূর্ণ সাগরকে দেখ,
দেখবে,আজ তার বুকে তুমি শুধু ছায়া-মরীচিকা;
আর আমি, বাউল বাতাসে ভাসি আজও তোমার
কৃষ্ণকলি ভালে আঁকা, শ্বেত শ্রুভ্র গরিমা-টিকা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।