নিউ ইয়ার
- Srabon Ahmed - কবিতাগুচ্ছ ২৬-০৪-২০২৪

গগনে গগনে আজি আতশবাজির খেলা,
দেখতে দেখতে আমার যাচ্ছে যে রাত্রিবেলা।
শব্দের অতীব ধ্বনিতে মুখরিত চারিদিক,
আতশবাজির আলোয় গগনটা ঝিকমিক।

দূর দূরান্তে শুনি উল্লাসের জয় ধ্বনি,
প্রভাত দেখিবো কখন, সে প্রহর গুনি।
হৈ হুল্লোরে মেতে সকলে, শুয়ে আমি খাটে,
ভাবতেছি, কত বিশ্ব প্রেমিক রাস্তাঘাটে!

নারী পুরুষ উভয়ের কন্ঠস্বর বারবার কানে বাজে,
কেউ কেউ আবার নিমগ্ন ভালোবাসায় উলঙ্গের সাজে।
কত নারী সতীত্ব হারাবে, লুকিয়ে নিজেকে আড়ালে,
বছর শেষে সতীত্বের বাণী, সামনে গিয়ে দাঁড়ালে।

গান বাজনা, সাথে মানুষের একক আওয়াজ,
গলা ফাটানো চিৎকারে, একদিনের উৎসবে রাজ।
চলে আসছে নতুন বছর, খুশিতে সকলে মাতোয়ারা,
নতুন বছর কেবলই তাঁদের, উৎসবে মেতেছে যাঁরা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।