দম্ভ
- উত্তম চক্রবর্তী ২৬-০৪-২০২৪

দাম্ভিকতা তোমায় সাজে বলে,
আমিও কি চলবো সমতলে!
হয়তো আমি ভিন্নমতে চলে,
ভালোবাসায় বেঁধে যাবো ছলে।

ছুঁয়ে যাবো দম্ভ করা হৃদয়,
টের পাবে কি আপন সমুদয়!
সুখের দোলা দিবে সুখোদয়,
অনুভবে শুভ বোধোদয়।

জানি আমি যার অভাবে ভবে,
দম্ভ পীড়ায় নিঠুর মনে তবে!
উষ্ণতারি ভালোবাসায় সবে,
মোর হৃদয়ের কোমল ছোঁয়া রবে।

অন্তরের এই গভীর প্রেমই আজি,
সব অভিমান দূর করে দেয় পাজি!
তুমিও তাই সুখ পরশে সাজি,
মন দিয়েছো ভালোবাসায় বাজি।

তাং- ০৮/০১/১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।