এই কৃপা হয় মোর (সনেট)
- মুস্তাকিম বিল্লাহ্ ২৬-০৪-২০২৪

অর্থের অভাবে মোর ভুবন আজি, ‘নিরর্থ,
রয়েছে মান তবু নেই মোর কোন ‘সমর্থ,
চাহিয়াছি যা তাহা পাইনি কভু ‘যথার্থ,
ভাবি মোর বেঁচে থাকা বুঝি আজ ‘অনর্থ ।
গিয়াছি যেখানে পাইনি কাহার ‘মন্মথ,
সকলি মোরে ভেবেছে আমি যে ‘ব্যর্থ,!
বুঝিনি কাহার কথা, আর তাহাদের ‘অর্থ,
আমি যে অবুঝ দিও না আমায় কোন ‘সর্ত ।

আজি এ নীল গগনে ভাসছে ঐ শুভ্র অতল নীরধর;
দূর হতে উড়ে-নীড়ে ফিরে আসে এক ঝাঁক খেচর।
কি বলি রে ভাই, আজ দিন শেষে এই অন্তিম প্রহর
নেমেছে আঁধার বসে আমি একা এ স্তব্ধ শহর
সকলি মোরে শান্ত করেছে ভেসেছে মোর ঘর!
তবু ভালবাসি আমি সকলের তরে, ‘এই কৃপা হয় মোর,

রচনাকালঃ- ১৮ জুলাই ২০১৮
কবিতা ধরনঃ- সনেট (চতুর্দশপদী)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।