কবিতাসমষ্টি তারিফ১১
- মাহমুদুল মান্নান তারিফ - সোনালি কবিতা ২৭-০৪-২০২৪

এগারো ৭৬-৮৩
মাহমুদুল মান্নান তারিফ৪০৭৬
তাং২৭১২২০১৬
বিয়ে সমাচার

বিয়েকাব্য লিখিই বা কী স্বাদ নেই আগেরমতো
আগেরমতো নেই বিয়েতে মজা মনেরমতো।
পালের পাল্কি ময়রা মুদি নেইতো ঘোড়ার গাড়ি
পালের নৌকা দাঁড়ি মাঝি নেইতো গরুর গাড়ি।

আগেরদিনে বিয়ে হতো রঙতামাশা করে
গাইতো গীতি কনের সাথি সবিমিলি ঘরে।
বিয়েবাড়ির হইচইয়ে পাশের বাড়ির লোক
তাদের সাথে তালমিলিয়ে ঢাকতো মনের শোক।

এখনদেখি সেই আয়োজন বিয়েবাড়ি না
সেইসময়কার বিয়ের সাথে হয়না তুলনা।
আগেরদিনে সাজতো কনে বান্ধবীদের দ্বারা
এখনদেখি কনেই বলে তোমরা আবার কারা?

সেকালেতো শাশুড়ি এসে তুলতো বধূঘরে
একালদেখি ঘরে তুলে এসে নিজেই বরে।
আগে দেখছি বিয়ের কথা শুনলে কান্না শুরু
এখনদেখি আলাপ চললে অট্টহাসি শুরু।

বিয়ের কথা শুনলে কন্যা মুখ সে ঢাকতো মুখ
লজ্জাশরম ওঠেই গেছে এইতো মনের দুখ।
মনের দুঃখে কীইবা করি বোকারমতো হাসি
বিয়েবাড়ির রঙঢঙ দেখে হাসতে হাসতে কাঁশি।

তারিফ৪০৭৭
তাং২৭১২১৬
নরত্বের চাবি

বিশ্বলোক সুখী হোক হৃদয়ের দাবি,
আনাড়ির হাতে দেখি নরত্বের চাবি!
নিপীড়নে কাঁদে বুক সীমাহীন ক্ষোভে,
থেমে নেই জ্বলে ওঠে মনের বিক্ষোভে।

পাশবিক নির্যাতন নারী-শিশু সয়!
দুনিয়াটা পশু চালে যেনো মনে হয়।
ধিক পায় কতো জন ইহুদি পিশাচ?
অমানব পিশাচীরা বল্ যে কী চাস?

মানবেরে সভ্যতায় ধরেছে কী রোগে,
পিশাচের পিছু ধরে মহারোগে ভোগে।
ইমানের শাখাগুলো শরমেই ডোবে!
ইহুদিদের পাচাটা নীতি মরে লোভে।

সেজে গেছে মানবতা যুগে-যুগে ঢঙ,
নীতিবাদী সেজেছেও নীতিহীনে সঙ!


তারিফ৪০৭৮
তাং২৯১২১৬
ভুখাগীতি গেয়ো

কুয়াশাচ্ছন্ন সবুজ-মাঠ অভেদ্য সূর্যের প্রভা
শৈত্যপ্রবাহে দন্তের ঘষা থরোথর করা বুক
করণীয় নিয়ে পরামর্শ চাষী-শ্রমিকের সভা
শস্যের মাঠে দৃষ্টির শোভা দূরীভূত হয় ভুখ
ঠাণ্ডার চাপ কৃষক গায়ে কৃষাণীর করে জবা
স্ত্রীর নিকট স্বামী বরেণ্য দরজায় খাঁড়া সুখ
অলস যারা শরীর গলা হারিয়েছ তারা লভা
শীতের ঋতু করেছে দান অলস কৃষাণে দুখ।

আলস্যদোষে ঘর ভরেনা আলসে চাষীর ঘর
অসীম কষ্ট ক্লেষ্ট বয়েছে উপোষের চেয়ে শ্রেয়
শিশির ভেজা গা শুকে নেয় ঊষার রবি প্রখর
অলসগতি যাদের মাঝে নিজেদের করে হেয়
চাষীর আঁচা প্রবলশীতে চাষীকে রাখে অনড়
চেতনা বলে অসচেতনে ভুখাগীতি সদা গেয়ো।

তারিফ৪০৭৯
তাং০১০১২০১৭
দীনতায় না গলেছে

মানুষের পীঠে চড়ে না ঘুরেছে ধন,
ধনের পিছন দিকে, মানুষের মন।
দীনতায় না গলেছে কৃপণ-বিবেক,
আল্লা'র শাপে মরা কারূণকে দেখ!

ধন মানে অসফেদ মৃত জানোয়ার,
উক্তিটা লিখছিল জ্ঞানী সানোয়ার।
উপকার করবেনা রোজ-কেয়ামতে,
সানোয়ারি উক্তিটা বোঝ্ খেয়ানতে।

তারিফ৪০৮০
তাং০২০১১৭
মুজিবুর রহমান

বাংলার বাহাদুর মুজিবুর রহমান
মহাবীর মায়া যাঁর কোটি মনে বহমান।
স্বাধীনতা তাঁর তরে হয়েছেতো অর্জন
রাজাকার শালাদের করে চলো বর্জন।

হানাদার উৎপাত চিরতরে বন্ধই
বাঙ্গালি সমাজেতো থাকবেনা দ্বন্দ্বই।
লাখোলাখো শহিদের রক্তের নিশানায়
সুন্দর দেশ দেখি সবুজের বিছানায়।

নেই নেই শত্রুতা কারো সাথে আমারও
রাষ্ট্রকে প্রিয়করে জেলে চাষি কামারও।
বাংলার ধনাগার শোষকেরা চুষতোই
বাঙ্গালি জনতায় আঁখিজল মুছতোই।

অনিয়ম দুর্নীতি সইতে না পেরে শেখ
মুক্তির ডাক দিয়ে পাকদের বলে দেখ?

তারিফ৪০৮১
লিমেরিক
১. তাং০৯০১১৭
জীবন আমার কালবোশেখি কালোমেঘের মতো
হঠাৎকরে নেমে আসে ঝড়োহাওয়া যতো।
ইমতিহানে পাশ করাও
মহান খোদা নাশ সরাও
ভাঙ্গাহৃদয় জোড়া দিয়ে সুস্থ করো ক্ষতো।
২. তাং১০০১১৭
সুমহানরব তোমারই সব খালিক মালিক বিশ্বের
বাঁচাও জীবন হও সহায়ক তুমি সকল নিঃস্বের।
হৃদয়ে নেই প্রশান্তি
তাতেভরা অশান্তি
দূরকরো সব মনের ক্লান্তি হলেও যে বিশ সের।

তারিফ৪০৮২
তাং১৩০১১৭
না'তে রাসূল (সা)

হৃদয় আমার তোমার টানে শুষ্ক হলো সুস্থ না
ও নবীজী দাওগো দিদার, দিদারবিনে খোশতো না।।

সবুজমিনার ঐ মাদিনার দেখলে আমার প্রাণজুড়ায়
সরেজমিনে না দেখলে যে কেমনে বলো দিনফুরায়
মাদিনার বর্ণনা শুনে আমার মনে হুঁশতো না
ও মাদিনার কামলিওয়ালা দিদারবিনে খোশতো না।।

তোমার কদমছোঁয়া পেয়ে ধন্য মাদিনার মাটি
তোমার নূরে নূরান্বিত দ্বীন-ইসলামের ঐ ঘাটি
মাক্কা ছেড়ে না এলে যে কেউতো এটি খুঁজতো না
নাওগো ডেকে ও নবীজী নইলে পরাণ বুঝতো না।।

ঐ মাদিনার পানে আমার ব্যাকুল হয়ে মনঝুঁকে
তোমার টানে আফসোসেরা হোঁচট খাচ্ছে খুব বুকে
তুমি ছাড়া কেউতো জানি অশ্রুটুকু মুছতো না
যে পেয়েছে তোমার পরশ তাঁর হৃদয় অসুস্থ না।

তারিফ৪০৮৩
তাং১৪০১১৭
অহঙ্কারের সওয়ার

মাঘের শীতে কাঁপছে তনু কাঁপছে হাড়
প্রবলশীত কী ধনীর কাছে মানছে হার!
লেফ তোষকও না ধরে শীত কম্বলও!
বালিশ কাঁথা দুস্থজনদের সম্বলও।

কোটিপতি মানব আবদার খুব আঁটে,
অকীর্তিও চার-পাঁচ কিবা সাত-আটে।
তাদের ভালে সংবাদজ্ঞাপন কলঙ্কের,
কারূণ গেছে হিসেব পেয়েই স্বঅঙ্কের!

পাশের কিবা কাছের মানুষ কষ্টপায়,
টাকার লোভে টাকারকুমির নষ্টপ্রায়।
খবরদারি করতেও কেউ দানকরে,
অহঙ্কারের সওয়ার ভেবে প্রাণভরে।

Mahmudul Mannan Tarif11

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।