পরাক্রমশালী
- উত্তম চক্রবর্তী ২৭-০৪-২০২৪

সত্যিকারের ধার্মিক হওয়া খুবই কঠিন কাজ,
কিন্তু সাধু সেজে অভিনয় করা...

ভালোবাসা প্রতিদান চাইতে জানেনা,
আদর্শের মাপকাঠি তার কাছে দুর্গম ভ্রমণ!
সব রাতের নিশাবসান হবেই;
সময়ের কাল স্রোতে সহ্য করে নিতে হয়
আর সেটাই অভাগিনীর কষ্ট...!

ঘুমন্ত লোককে জাগিয়ে তোলা যায়
কিন্তু ঘুমের ভানে যে থাকে...
নির্বোধ অনায়াসেই স্বতন্ত্রে বিশ্বাসী!

প্রতাপশালী শুধুই শক্তি ও বাহুবলে
জয়ের মুকুট পরে চলে;
দূর্ভাগা নিষ্পেষিত হতে হতে তার পাওয়া বা
হারানোর কিছুই থাকেনা।

তবুও জীবন জীবনের নিয়মে চলে চিরসত্য
এক অসীম শক্তিকে সঞ্চয় করে!

তাং- ২৩/০১/১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।