অমর একুশ
- উত্তম চক্রবর্তী ২৬-০৪-২০২৪

মায়ের ভাষা বলতে গিয়ে
লড়তে হল কত,
জীবন দিয়ে রেখে গেল
বর্ণমালা যত।

জেল জুলুম আর নির্যাতনে
পারেনি দমাতে,
ঝড়ের মত গুলি ছুঁড়েও
পারেনি হঠাতে।

রক্তঝরা প্রাণের দামে
পেলাম মুখের ভাষা,
বিশ্বটাকে জানান দিল
অমর একুশ খাসা।

ফুলে ফুলে ছেয়ে যাবে
সকল শহিদ মিনার,
ঐ স্মৃতিতে খুঁজে পাবে
শোকের যত কিনার।

প্রভাতফেরির গানে গানে
মাতবে আকাশ বাতাস,
শ্রদ্ধাভরে স্মরি আজি
ফেব্রুয়ারির আভাস।

তাং- ০৮/০২/১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।