চৈত্র এলো
- উত্তম চক্রবর্তী ২৬-০৪-২০২৪

ফাল্গুন গিয়ে চৈত্র এলো
বছর শেষের মাস,
তাপ দহনের তীব্র জ্বালা
চৈত্রে করে বাস।

দ্বাদশ মাসের উন্মাদনা
হেনেছে চৈতালী,
ঝড়ো হাওয়া শিলাবৃষ্টি
তাণ্ডবে মিতালী।

তপ্ত দুপুর ক্লান্ত বিকেল
ফেটে চৌচির মাঠ,
তৃষ্ণায় কাতর চাতকিনী
খুঁজে জলকপাট।

তীব্র খরায় চুষে গেলো
খাল বিল আর নদী,
রুক্ষতাও আড়াল হবে
বৃষ্টি নামে যদি।

তাং- ১৯/০৩/১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।