২৬ শে মার্চ "স্বাধীনতা দিবস"
- উত্তম চক্রবর্তী ২৬-০৪-২০২৪

তুমি বলেছিলে বলে- দেশ স্বাধীন হয়েছে
কতো অত্যাচার আর নিপীড়ন সয়ে।

তুমি বলেছিলে বলে- যার যা আছে
তাই নিয়ে রুখে দাঁড়িয়েছিল জনতা।
সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে
প্রতিরোধ করেছিল।

তুমি বলেছিলে বলে- ঐক্যবদ্ধ হয়ে
প্রাণ দিতে পিছপা হয়নি লোকেরা।
চুড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত
লড়াই চালিয়ে গিয়েছিল।

তুমি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলে বলে-
আজ প্রিয় "স্বাধীনতা দিবস"- স্বাধীন বাংলাদেশ।

তাং- ২৬/০৩/১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।