জীবনের সত্য
- এ এস এম আব্দুল্লাহ ২৬-০৪-২০২৪

যদি চাও তোমার জন্যই থাকুক সব হাসি
বা প্রতিপল হয়ে উঠুক স্নিগ্ধ বাসন্তী বিকাল
সবুজের মস্তকে ফুল ফুটে উঠুক রাশি রাশি
শুধু তোমার নির্দেশে পথ চলুক এ মহাকাল,
তাহলে তুমি বোঝোনি জীবনের আসলে কী মানে
শিলাখন্ডের মায়া ছেড়ে নেমে আসে ঝরনাধারা
নদী বেয়ে ছোটে মোহনায়; প্রকৃতির গানে গানে
বিধাতার মহিমায় প্রদীপ্ত জীবনের কিনারা ৷


বর্ণালী নেশা, কলহাস যদি ভরে মনপিঞ্জরী
উপেক্ষা আর ঘৃণা মিশে যখন ঐ নয়নোপান্তে
সফর তবে নিষ্ফল; কিভাবে থাকে রূপমঞ্জরী?
আশার ভান্ডার খালি থাকে সব জীবনের প্রান্তে
জীবনের সত্য মৃত ফলকে ঐ আকাশের গায়
জীবনসত্য সৃষ্টি শোভা ঐ আল্লাহর মহিমায় ৷


১৯০৪২০১৯
চাপড়া

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।