নীল কষ্ট
- এস জামান হুসাইন - খেলা ঘর ২৭-০৪-২০২৪

স্বাধীন বাংলার পতাকা তলে
কোট, স্যুট পরে, টাই ঝুলে গলে
ধর্ষক, সন্ত্রাসী, খুনি মিলে
দখল নিয়েছে এ দেশ।
হাজার কোটি টাকা লোপাট করে,
শত দুর্নীতির মিছিলে ভীরে
মায়া কান্নার অভিনয় করে,
দেশ সেবা করেছে বেশ।

লুটেরা আসে, জিতে ভোটের মাঠে,
কষ্টের পুকুর চৈত্রে ফাটে,
শীতের ভ্যাসলিন লাগিয়ে ঠোঁটে
সুবাসিত করে বাতাস।
রঙ্গিন চশমা চোখে, দেখে না,
বাংলার কষ্ট তাই বুঝে না
কষ্টের বাতিঘর আর নয়,
চাই নির্মল আকাশ।

নিরাপদ সড়ক, কোটার দ্বন্দ্ব
হাতুরিরা ভাঙ্গে মেরুদন্ড,
বিচারের বাণী কাঁদে নিরালয়
দাগি সন্ত্রাসী খালাস।
কচুর পাতায় রাখা নোনাজল
দমকা হাওয়ায় করে টলমল,
নীল কষ্ট ছড়ায় পরিমল
করে আনন্দ বিলাস।

ঘুম থেকে জেগে শুনি, ধর্ষণ,
ভুখার মিছিলে গুলি বর্ষণ,
অসহায় নারী - শিশুর নিনাদে
হাসে পাষাণের হৃদয়।
কষ্টের পাথর সড়ানো দায়,
তবুও জাগি ভোরের অপেক্ষায়
হাসি ফুটুক অভাগিনীর মুখে
নীল কষ্ট হোক ক্ষয়।

২৩ ডিসেম্বর, ২০১৮
লালমনিরহাট।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।