তারকা রাজ
- উত্তম চক্রবর্তী ২৬-০৪-২০২৪

গিয়েছিলাম চাঁদের হাটে
তারকাদের দেশে,
সব সাজিয়ে তারকা রাজ
ব্যস্ত মহা বেশে!

আপ্যায়নে অতিথিদের
করলো খুশি যতো,
দুঃখ পেল দেখে আবার
আগন্তুককে ততো!

কেউবা এলো রাজা হতে
কেউবা শুধু প্রজা,
তারকা রাজ দেখল এবার
গোল মেলে সব ইজা।

আশায় থাকে তারকারা
পাবে কিছু আজ,
অধরা এই স্বপ্ন বোনা
রইবে কি আর তাজ?

কাব্য মেলায় কাব্য ছিলো
হলো না তো পাঠ,
ফুল পরীরা মাল্য দানে
পেল না তো বাট!

সাঙ্গ হলো মিলন মেলা
মহানন্দ নিয়ে,
শেষ হয়ে তো শেষ হলো না
কোথায় যেনো গিয়ে!

তাং - ১৯/০৫/১৯ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।