কচি কাঁচা
- উত্তম চক্রবর্তী ২৬-০৪-২০২৪

যে বয়সে লেখাপড়া সে বয়সে কাজে,
উৎপাদনে ব্যস্ত সেও শিশুশ্রমে মজে।
বয়সে সে কচি কাঁচা এখনো যে শিশু,
অনুমতি পাবে নাকি কাজে সেও কিছু!

বৈষম্য দীনতা তাকে করোনা সমাজে,
সম অধিকারে থাক সযতনে মাঝে।
ছোট বলে মতামতে করোনা যে হেলা,
অধিকার আছে তার কিছু কথা বলা।

দারিদ্র্য দুর্দশা দেখে স্বার্থপর লোকে,
ব্যবহার করে চলে নানা কাজে তাকে।
স্বল্প দামে শ্রম কিনে ছোট শিশু দেখে,
ক্ষুধাও মিটেনা তার প্রাপ্য টাকা থেকে।

ইটের ভাটায় আর ইমারতে যতো,
ঝুকিপূর্ণ সব কাজে ব্যস্ত এরা কতো।
ভবিষ্যতে কর্ণধার এ শিশুরা জানো,
বীজের রক্ষায় তার ফল পাবে মানো।

তাং- ২৭/০৫/১৯ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।