আছে শুধু নির্লোভ ভালবাসা
- মোঃ আমিনুল এহছান মোল্লা - অালো ২৬-০৪-২০২৪

হৃদয়ের তরঙ্গ তুমি,অনুভূতির উৎস আমার।
এক গভীর প্রেমের স্পর্শ্ থেকে তোমাকে ভেবেছি বলে
অজান্তেই হারিয়েছি আমাকে কি যে তুমুল উল্লাসে
তুমি কি তার কিছু বুঝেছো?

প্রতিদিন ছুটে যায় এ প্রাণ নিরন্তর অভিপ্রায়
তোমার চেয়ে অপূর্ব্ নির্মাণ দেখিনি আমি দু”চোখের আঙ্গিনায়
এতো মৌলিক তুমি স্থপতির নঁকশায়, এতো উজ্জ্বল তুমি অনুভূতির শিহরণে শিহরণে-
কোন কালিমা ছুঁতে দেখেনি ,কখনো দেখেনি
শুধু অনুভব করেছি তোমাকে অসীম ব্যাকুলতার উচ্ছাসে
হয়তো জেনেগেছো সেই কবে !
এ হৃদয় ছুঁয়ে ছিল তোমাকে শুধু তোমাকে-

শুনেছি তুমি আছো,বেশ আছো অদৃশ্য কোন স্পন্দিত প্রবাহে
তবু খুঁজি, রোজ খুঁজি সেই ইন্টানেটের পাতায় পাতায়
যেখানে তুমি জেগে আছো ইথারের দৃশ্যপটে এক ছদ্মনামে
তবুও তো আছো !

এক প্রেমের দামে তোমাকে কিনেছিলাম
তোমাকে করেছিলাম হৃদয়ের সত্ত্বাধিকারিনী,
তবু তুমি আমার হলে না ।
কোন কষ্ট নেই, কোন অভিমান নেই, কোন অভিযোগ নেই—
আছে শুধু নির্লোভ ভালবাসা ।

এ যদি অপরাধ বলো, দুর্বলতা বলো- মেনে নিবো ;
কেননা, সীমাহীন আকাশের মতোই বিস্তৃতছিল প্রেমের শাখাগুলো
যা ভাবার ভাবো,
তুমিই আমার হৃদয়ের গৌরব ।
হে প্রিয়া , তুমিই আমার অনুপম প্রেম ।

কোন কষ্ট নেই, কোন অভিমান নেই, কোন অভিযোগ নেই—
আছে শুধু নির্লোভ ভালবাসা ।
-----------------------------------------16-07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।