বড়ো মিঞা (রম্য)
- আসাদউজ্জামান খান ২৬-০৪-২০২৪

বড়ো মিঞা আসাদউজ্জামান খান =============== নামটা যে তার রফিক মিঞা বসত করে গাঁয়ে ঘরের সবার ছোট্টো হয়ে সবাই বলে,বড়ো মিঞা গাঁয়ের লোকের রায়ে! ভাবের দিকে একটু বোকা রফিক বড়ো মিঞা; মৌলবি তার ধরণ, রূক্ষ তার আচরণ। লোকে যখন খেপায় তাকে ভাঙে যে তার হিয়া। কোন এক বহরে- গিয়ে ছিলেন রফিক মিঞা ঢাকারো শহরে; অনেক মানুষ দেখে গিয়া ভাইকে জিজ্ঞেস করে- হাটের দিনে আনলেকেন এই ঢাকার শহরে! রফিক বড়ো মিঞা- গাড়িতে ওঠেনা পায়ে হেঁটে চলে বেশি জোরে ছোটেনা আস্তেকরে বলে, সামনে গাড়ি পিছে গাড়ি ফোঁস ফোঁস করে; যাব চলে গাঁয়ের বাড়ি অনেক মনেপরে! লেখা...১৪-০৭-২০১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।