চিত্র (প্রকৃত বন্ধু)
- মোঃ নাজমুল হাসান ২৬-০৪-২০২৪

সবুজ ঘাস খোলা মাঠ
মেঠো পথের চিত্র,
বন্ধু ক'জন আড্ডা যখন
মন বাঁধনে মিত্র।

আপনা ঘর গাঁও গেরামে
শান্তি নিবাস হরেক,
আউলা বাতাস বাউলা গানে
মন জুড়ায়ে ধরেক।

ধানের ক্ষেতের সবুজ পাতা
ফোঁটায় শিশির তব,
বন্ধুজনে আপনা মনে
সারা জীবন রব।

বসে বসে মনোকথা
শোনায় মুগ্ধ হবে,
বিকেল শেষে সান্ধ্য এসে
ফিরবে ঘরে যবে।

রাত্রিত্বরায় দিনের শুরু
নতুন সুরোজ দেখি,
লোভের খোবের তীর ধনুকে
বিবাদ বিষাদ শিখি।

শান্তি নিবাস আমার গায়ে
আসলো কালো রাত্র,
স্বজন মনে বিভাজনে
দন্দে কেমন চিত্র।

সুখ সহসা যায় না কভু
বন্ধু নিরন্তর,
আপনা গায়ে সদায় হেসে
দুর করি অন্ধকার।

বড় হবার নিত্য খেলায়
বিলিন কতজনা,
ছোট-বড়! সে-ই কবে শেষ
করে ধর্মে বঞ্চনা।

বিষাদ মনের লোকগুলো সব
আপনা আপনজন,
রসাতলের ক্ষমতাবলে
করে সব হনন।

নিত্য দেখা অগ্নি চোখ
আপনা গায়ের চিত্র,
হয়না কিছু হৃদয় মাঝে
অটূট মোরা মিত্র।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।