প্রেমের খির
- মাঈন উদ্দিন - কবিতার হাতেখড়ি ২৬-০৪-২০২৪

প্রেমের খির
মাঈন উদ্দিন


আমার রক্তে হিম ধরে যায় যখন তুমি নেই
আমার দেহের রিম থেমে যায় তলায় ধুলা নেই

আমার আঁখি আলো পেয়ে এক পলকেই শেষ
আমার হিয়ায় চলো গেয়ে শতেক ছুতার ছদ্মবেশ

আমার জিহ্বার স্বাদ মরে যায় রক্ত লোহূর কষে
আমার ওষ্ঠের বাধ ক্ষয়ে যায় আপন কপাল দোষে

আমার চলন স্থির হয়ে যায় তোমার শ্বাসের শিসে
আমার প্রেমের খির খেয়ে যায় অজ্ঞাত এক বিষে

আমার ম্লানে আমি ডুবে তাকাই নিখিল নভে
আমার নিশ্চুপ তুমি তবে পাওনি আমায় ভবে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।