সুখের আশা
- মোঃ নাজমুল হাসান ২৬-০৪-২০২৪

সুখের আশা কাজের পেশা
     ব্যাস্ত সবাই এই ভবে,
ভালো মন্দ বিবেক অন্ধ
     এই দুনিয়ায় কে রবে?

টাকার খোঁজে দিন রাত্রি
      ছুটছে সবে প্রাননাশে,
কেউবা পায় কেউবা হারায়
      অর্থ জলে কে ভাসে?

নিত্য দিনের চিত্র দেখি
     ব্যাস্ত সবাই আপনা মন,
কেউবা মারে কে'বা মরে
     কেউবা করে জগৎ খুন।

বিবেগ হল ধর্ষণে আর!
     লুট-খুনের ছেলে-খেলা,
শাসন-শোষণ মিলে মিশে
     করছে সবাই মিলন মেলা।

সুখ-যে কোথায় পাব আমি?
      খুজে ফিরি কোন আশায়?
হৃদয় মাঝে ঝড়ো কম্পন!
      মরণ আমায় কেন হাসায়?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।