পরিবর্তন
- মোঃ নাজমুল হাসান ২৬-০৪-২০২৪

শুন্য হাতে আসলো যারা
      কান্না যাদের শুরু,
           বলার ভাষা চিৎকারে সব
                 মা-ই সে'কালের গুরু।

একটু করে বড় হই আর
      শিখি চারিদিকের স'বি,
            পড়ালেখা আর খেলাধুলার সাথে
                  সুন্দরের প্রভাত রবি।

বয়সে যখন শেখার শেষ
     শুরু হয় কর্মজীবন,
           দুর হতে থাকে প্রকৃতি আর
                  ভাঙ্গে মায়ার বাঁধন।

দিন যতই যায় স্বর্থলোভী মন
     চোখের নেশা বিলাসী,
           আপনা মন পর হয়ে সব
                  কোথায় বলা ভালবাসি?

বিবেক তখন হারিয়ে যায়
     ধর্ষন, নির্যাতন আর খুনে,
            কে'বা মরে কে'বা মারে কাঁদে শুধু
                   দু'জনের মা দু'জনের গুনে।

আমি চাইনা এমন পরিবর্তন
      যেখানে থাকেনা সম্মান,
            বৃদ্ধ বয়স হলেই বুঝি পাবে
                   ঘৃণা আর অপমান।

নীতি কথা আর গীতি কবিতা
      লেখাই আমাদের শেষ,
            পড়বে কে আর? পাঠক কোথায়?
                   পরিবর্তনেই কি আছে বেশ?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।