কাঁদন
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বাংলাদেশ ২৬-০৪-২০২৪

জানালার কার্নিস দিয়ে
সারাক্ষণ তাকিয়ে দূরে
একাকী নীরবে কান পেতে
শুনি বিষাদী শহরের কান্না।


কান্না আজ ঘরে ঘরে
আঁখিজল মোছে কত জননী
রাজন,রাকিব আরো কত নাম
লিখে শেষ করা যাবে না।


দিকে দিকে নির্যাতন,খুন
মানুষের বিবেক,মানবিকতা
হারায়েছে আজ এই বাংলাদেশে
মায়া মমতা খুঁজে পাওয়া যাবেনা।


চারদেয়ালে বন্ধি প্রতিবাদ আজ
বিচারহীনতায় কাঁদে বাংলাদেশ
বিবেকের তাড়নায় পুড়ি আমরা
আর নীরবে শুনি বাংলাদেশের কান্না।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।