ধূসর রঙে রঙিন
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব‌্য ২৬-০৪-২০২৪

সবুজ মন অবুঝ এখন
ধূসর রঙে রাঙানো ভুবন
আলো-আঁধারির খেলা সারাবেলা
অবুঝ মন বোঝে না ছলাকলা।


সবুজে সবুজে ভরা ছিল
আঁখিকোনে কত মায়া ছিল
ছিল স্বপ্নময় সবুজ হৃদয়
হারালো বুঝি সব হতাশায়।


ফুল ফোটানো সে রঙিন মন
আজ হারায়ে খুঁজি সারাক্ষণ
ভালোলাগা ভালোবাসা সে অনুভূতি
জানি না কেনো সে দিল আতাহুতি।


সবুজ মনে ধূসরের জয়গান
ধীরে ধীরে কালের পলায়ন
আজি ফুল ফোটানো জটিলতায়
থেকে থেকে কাঁদে মন নিরবতায়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।