জনতা
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বাংলাদেশ ২৬-০৪-২০২৪

ক্ষমতা দরকারি
জনগনও দরকারি
তাই এত অভিনয়
বিরোধী বা সরকারি।


আমজনতাকে পুঁজি করে
বিরোধী উল্লাসে
সরকারি উল্লাসে
নীরবে জনতা ফাঁসে।


ডান হাতে জনতা
বাম হাতেও নাকি জনতা
মুখোশের আড়ালে নেতা-নেত্রী
চায় শুধু ক্ষমতা।


ভালোবাসে না কোনো শালা
আমজনতার কেউ নাই
নিজে পারলে নিজে বাঁচো
ভোটে জিতলেই বাই বাই।


এবার জনতা জবাব দাও
সরকারি কিম্বা বিরোধী হোক
দুষ্ট হলেই বর্জন করো
জয়ের মালা জনতারই হোক।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।