মেঘের দেশে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জলধারা ২৬-০৪-২০২৪

‌মে‌ঘের দে‌শে উ‌ড়ে বেড়ায়
‌মেঘ বা‌লিকার মন
‌ঝি‌রি ঝি‌রি সমীরণ বয়
তার বু‌কে‌তে সারাক্ষণ।

জা‌নে না মেঘ বা‌লিকা
‌নিঠুর যুব‌কের মন
পল‌কে পল‌কে প‌রিবর্তন
যুব‌কের অচেনা আলাপন।

‌মেঘ বা‌লিকার বু‌কে শিহরণ
পাওয়া না পাওয়ায় তার মন
অনিশ্চয়তায় বু‌কে‌তে কাঁপন
যুবক নি‌র্বিকার অনুক্ষণ।

‌মেঘ বা‌লিকার অস্থিরতা
‌মে‌ঘের দে‌শে বিরহ সারাক্ষণ
অভিমা‌নি তার চঞ্চল মন
যুবক বো‌ঝেনা তার বেদন।

‌মেঘ বা‌লিকার ম‌নে‌তে কুয়াশা
‌মে‌ঘের দে‌শে তারই আলোড়ন
যুব‌কের নিঠুর নিরবতায় আজ
ক্ষ‌ণে ক্ষ‌ণে কাঁ‌দে মেঘ বা‌লিকার মন।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।