চলো কওকা
- ACHINTYA SARKAR/অচিন্ত্য সরকার[পাষাণভেদী] ২৭-০৪-২০২৪

চলো কওকা
অচিন্ত্য সরকার

কওকা,ছোট্ট এই মিষ্টি নামে চিনি,"কথা ও কাব্য"নামের আমার প্রিয় পরিবার কে।
ফেসবুক দেওয়ালে রঙিন মানপত্র প্রাণ কাড়ে সহজে,পাঠিয়ে দেই মনের ইচ্ছা,
ইথারের ডানার ভাঁজে,সে দিন টা আজও
মনে বাজে,সময়ে অসময়ে কাজে অকাজে।বন্ধুদের উষ্ণ ব্যবহার হৃদয় যায়
ছুঁয়ে সব কালিমা ধুয়ে ।কওকা, তোমার ময়ূরপঙ্খীতে কথারা কাব্য হয়ে ওঠে দিনে রাতে, ফুল পাখিদের কল কাকলিতে। তোমার সৃষ্টি মাদকতায়, সময় কাটে নির্জনতায়, কল্পলোকের অলিতে গলিতে, কথা গুলো হয়ে ওঠে প্রজাপতি কবিতা,তুমি শ্রেষ্ঠ বলে ছাপো ছবি টা। জানতো, মনে খুশির বুদ বুদ ওঠে, ঘুঁটে কুড়ানী মন,রাজপুত্তুর হয়ে পক্ষীরাজে সাওর করে ছোটে,তেপান্তরের
মাঠে মাঠে।তোমার দূত আসে, আকাশে
বাতাসে ঘোষণা করে কবিতার মৃত্যুহীন জয়জয়কার। দিগন্ত রঙিন হয়ে ওঠে রামধনু জীবনের রঙে, মৃত্যু ভয় টুটে যায়।সাহিত্য রস-সিন্ধু পানে চলে কাওকা পরিবারের অবাধ গতি। কওকা পলির সুরে গান গায় আর প্রতি জন্মদিনে উপহার দেয় হাজারও শিশু বনষ্পতি।
চলো কওকা,একসাথে সবুজের গান ধরে,সেই "বাসযোগ্য পৃথিবীর" অঙ্গিকারে

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।