রক্ত -প্রেরণা
- ACHINTYA SARKAR/অচিন্ত্য সরকার[পাষাণভেদী] ০২-০৫-২০২৪

রক্ত -প্রেরণা
অচিন্ত্য সরকার
হে কবিবর,জানি,তোমার রক্ত লেখার কারণ
অস্ত্র ধরেছো আপন হাতে,তবু পারোনি একা,
কলমে ঝরিয়েছো উত্তাপ,শোননি কারো বারণ
শোষকের সর্বনাশে,স্বাধীনতার পেয়েছি দেখা।

পরোয়া করোনি বাঁচাবে কি না, যুগে যুগান্তরে
নিষ্ঠুর সত্যরে নির্ভিক দৃঢ়তায় করেছো প্রকাশ,
পারোনি বলতে মন যোগাতে,আসেনি যা অন্তরে
যুগের হুজুগ শেষের ফল,ভাবার হয়নি অবকাশ।

কান্ডারী কে তুমি, করেছো বারে বারে হুশিয়ার
মায়ের মুক্তিপণে,জাত ধর্মের সীমা জরুরি নয়,
ভন্ড টিকি দাড়ির দ্বন্দ্ব,কলমে করেছো সংহার
সত্য ও সাম্যের পূজায়,জয় করেছো সর্ব ভয়।

অত্যাচারীর কৃপাণ আজও গর্জায় পৃথিবীতে
তোমার রক্ত-প্রেরণা চাই, আমার লেখনীতে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।