জল
- মাহমুদ রিয়াদ পলাশ - শেষ শ্রাবণের গল্প ২৬-০৪-২০২৪

এক ফোঁটা জল
ধীরে ধীরে
গড়িয়ে নামে
একটা ক্রমশঃ
ক্ষুদ্র হতে থাকা
শরীরের,
গাল বেয়ে
বুক বেয়ে
নাভী তলপেট
উরুসন্ধি
হাঁটু বেয়ে,
অবশেষে
ঝরে পড়ে
সড়কে নিথর
একদলা
রক্তমাংসের
দেহখন্ডের উপর।

জল চোখ
থেকে ঝরে,
একটুকরো
নিরর্থ হাহাকার
অইটুকু
নোনা জল
নির্জলা করে।

#মাহমুদ_রিয়াদ_পলাশ
২০/৩/২০১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।