এই নশ্বর ভূ-লোকে
- মোঃ আমিনুল এহছান মোল্লা - অালো ২৬-০৪-২০২৪

যে দিন এ প্রাণ দেহ হতে বের হয়ে যাবে
আর কি আসবে তুমি হে প্রাণ ধরনীতে ?
না, না কখনো না
তবে কেন এতো লোভ লালসা নশ্বর ঘিরে?
তুমিতো অবিনশ্বরের যাত্রী- হে মুসাফির;
কি পূঁজি নিয়েছো ?
মুক্তি পাবে তো সেই হাশরে ?
আর যে সময় নেই হাতে ওহে বিধাতার গোলাম
এখনই তৈরী কর আপনাকে
এই নশ্বর ভূ-লোকে ।
------------------------------------------------7-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।