আপনা প্রদীপ
- উত্তম চক্রবর্তী ২৬-০৪-২০২৪

কষ্টগুলো দেয় যে নাড়া
হৃদ মাজারে যত,
স্বপ্ন ভাঙ্গা সুখ পাখিটা
ছুটছে অবিরত।

কুঞ্জ বনে চেয়েছিলে
বসন্তেরই আভাস,
মক্ষিকা-তো পায় না খুঁজে
ফুল বাগানের সুবাস!

কোন বিহনে সুখের মায়া
করলে বিরান ভূমি,
প্রকৃতিজ সত্য-ন্যায়ে
দণ্ডে রবে তুমি।

মাগো তোমায়- হাজার তারা
জ্বেলে যাবে আলো,
আপনা প্রদীপ- নিভে গেলে
জগৎ কেন কালো?

লক্ষ জ্যোতির বিচ্ছুরণে
জেগে ওঠ আবার,
পুব গগনে রবির কিরণ
হাসছে দেখ এবার!

তাং- ১৬/১০/১৯ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।