রুপবতী বাংলা
- মুনজুরুল ইসলাম নাহিদ ২৬-০৪-২০২৪

যদি কখনো এমন কাউকে পাই
যে প্রকৃতি দেখতে চায়,
তবে নিয়ে যাব এমন দেশে
যেথায় প্রকৃতিও গান গায়।

যেথা কদম গাছের ডালের ভিতর
সূর্য যেন ঝুলে,
যেন সন্ধ্যাকাশের লালিমা থাকে
কৃষ্ণচূড়ার ডালে।

যেথা মাঠের পরে মাঠ ছেয়ে রয়
সবুজ ধানের গাছে,
করুন এ দৃশ্যে তাকিয়ে থেকে
চোঁখ জুড়িয়ে আসে।

যেথা পখির গানে সূর্য উঠে
জ্বালিয়ে রাখে দেশ,
সাঁঝের বেলায় একই সুরে
দিনের হয় যে শেষ।

যার বুক চিরে বয় গঙ্গা যমুনা,
মেঘনা পদ্মা নদী,
তবে সেথায় নিয়ে যাব আমি
যেতে চায় কেউ যদি।

যদি দেখতে চায় কেউ এমন দৃশ্য
যাতে চোঁখ জুড়িয়ে আসে,
তবে নিয়ে যাব তারে বিলের ধারে
যেথা পদ্ম ফুলেরা ভাসে।

যদি এমন শব্দ শুনতে চায় কেউ
যা তে ভরে যায় তার মন,
তবে কোকিলের গান শুনাব তহাকে
নিয়ে গিয়ে বাঁশবন।

যদি এমন খাবার খেতে চায় কেউ
কভু মন ভরেনা যা তে,
তবে পদ্মা হতে ইলিশ ধরে
দেবো তাহার পাতে।

কেউ কোনদিন সাধক দেখার
ইচ্ছে যদি করে,
আমার দেশের চাষার দ্বারে
নিয়ে যাব আমি তারে।

যদি প্রকৃতির রুপ দেখে দেখে কেউ
জীবন কাটাতে চায়,
তারে আর কোথাও নয় নিয়ে যাব আমি
রুপবতী বাংলায়।

২৮ অক্টোবর ২০১৫

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।