সাধনা
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব‌্য ২৬-০৪-২০২৪

যদি আলো আর না-ই জ্বলে
চারিদিক থাকে শুধু অন্ধকার
তবে কি সাধনা করলাম হায়
সারাটি জীবন,জীবনভর।

যদি আলো আর না-ই জ্বলে
অমানিশা গ্রাসে জীবন পারাবার
তবে কিসের তরে এতো সংগ্রাম
কেন এতো সাধনা আলো জ্বালাবার।

যদি আলো জ্বালাতে না-ই পারি
ধরার আঁধার গ্রাসে আমার ভুবন
তবে খুঁজে ফেরা সাচ্চার-ই পথ
সারাটি জীবন ধরে কোন সে কারণ।

যদি আলো জ্বালাতে না-ই পারি
অন্ধকারের রাজত্বে হই জেরবার
তবে কি হবে মরণ এতো প্রত্যাশার
না না ফের সংগ্রাম-আলো জ্বালাবার।
৩১.০৮.২০১৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।