রঙের খেলা
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জয়না‌লের কিছু স্বপ্ন ছি‌লো ২৭-০৪-২০২৪

এ কি আজব খেলা বল
এ কি আজব খেলা
মানুষে মানুষে ভালোবাসা
ফের হানাহানি,ধ্বংসাত্নক পদক্ষেপ
মানুষের দুনিয়ায় মানুষের রাজত্বে
কত খেলা কত রঙ দেখ-
চলছে চুপিসারে এই জগত সংসার।

মানুষের রক্তে মানুষের হাসি
ক্ষমতার তরে শত মানুষের ফাঁসি
ক্ষমতা চাই বার বার,এ এক খেলা-
অবুঝ মানুষের শোষণের অধিকার প্রার্থনা
আজব খেলা এ ভব সংসারে
মানুষ ই করছে শত খেলার আয়োজন
চলছে চুপিসারে এই জগত সংসার।

শত মানুষের রক্তঘামে গড়া এই জনপদ
কেউ পেয়ে সুখী কেউ দিয়ে সুখী এখানে
কারো চাই ক্ষমতা,এইভাবে প্রার্থনা-
চলছে মানুষ,ছুটছে মানুষ-রঙের খেলা
এ আজব খেলা শেষ হবে একদিন সহসা
ভেবে দেখ তুমি ওয়াহিদ-কি নিয়ে হবে সওয়ার
তখনও চলবে চুপিসারে এই জগত সংসার।
২৩.০৮.২০১৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।