দীপান্তরের ডাক
- সুলেখা শামুক - মুক্তচিন্তা ব্লগ তারিখঃ 27/09/2019 10:58 AM ২৬-০৪-২০২৪

বুকের ভেতর কান্না থাকে থাক
সময় গলে কথা বলে,
দুঃখ দিয়ে দুঃখ ঢেকে রাখ!
হাতের মুঠোয় হাতের কষ্ট থাক
কষ্ট গলে সৃষ্ট হলে,
ভাঙবে দুকূল জীবন নদীর বাঁক!
চোখের কষ্ট চোখের ভেতর থাক
অশ্রু গলে নোনাজলে,
ভাঙবে সমাজ সাগর দিলে ডাক।
নোখের কষ্ট আঙুল ছুঁয়ে থাক
রক্ত গলে পোক্ত হলে,
পাবি মেয়ে হয়তো পাবি
দ্বীপান্তরের ডাক।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।