কেন মা জাগালে তুমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা - আলো ২৭-০৪-২০২৪

মা তো চলে গেছে ওপারে- পাবো নাতো খুঁজে আর,
এতো বিধির বিধানের মাঝে এক চির অঙ্গিকার!

মায়ার পৃথিবী ছেড়ে যাওয়ার যে প্রবণতা
সে তো আমারও হবে ভুলে সব ব্যাকুলতা

তবু ভারাক্রান্ত স্পন্দিত বুক- অশ্রু জল ধারা
কেন মা জাগালে তুমি তোমারই মায়া ধরা ?

আজ তো সব ছেড়ে গেলে রিক্ত করে এ বুক
তবু ফরিয়াদ করি বিধাতার সনে
ওপার যেন হয় তোমার সব সুখ !!!
----------------------------------------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।