শুভ নববর্ষ
- এ কে সরকার শাওন - বাঁশিওয়ালা ২৬-০৪-২০২৪

হেঁটে-দৌড়ে পার করেছি
জীবনের অর্ধ শত বছর!
কখনো থেমে যাইনি,
হয়তো থমকে দাড়িয়েছি;
কখনো বা খেয়েছি হোঁচট!
ঘুরে দাড়িয়েছি ঠিক ঠিক,
লাগুক যত বড়ই চোট!

হোঁচট খেয়ে চিনেছি মানুষ
কে আপন কে পর!
নিবু নিবু করে জ্বলে উঠেছি,
আমি বড় দুর্মর!

জীবন তরী আমার একার
একাকী আপন পথে চলি!
যত পুরাতন অযথা তাপন
প্রায়শই সব ভুলি!

নব প্রভাতের রাঙ্গা সূর্য
হেসে হেসে আমায় বলে!
জীবন মানে এগিয়ে যাওয়া;
সব মনে রাখলে কি চলে?

শত্রু-মিত্র আপন-তাপন
সবাইকেই আমি বাসি ভালো!
সবার কাছে শিক্ষা নিয়ে
ভুবন করেছি আলো!

চড়াই উৎরাই পার করেই
জীবনে আসে উৎকর্ষ ;
তোমরা সবাই ভাল থেকো,
সবাইকে শুভ নববর্ষ।


শাওনাজ, ঢাকা।
০১.০১.২০২০

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০১-০১-২০২০ ১৯:৪৬ মিঃ

নতুন বছরের শুভেচ্ছা।