অভেদ সবাই
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - ঘাস ফড়িং আর প্রজাপতির ডানা ২৬-০৪-২০২৪

সকল মানুষ ভাই ভাই
মানুষের মাঝে ভেদাভেদ নাই
নবীজি করেননি মানুষকে ঘৃণা ভাই
তোমরা তবে কেন করো সেটাই।

ভালোবাস সকলকে ভেদাভেদ ভুলে
নয়ত ঠাঁই হবে না কোন কূলে
হারিয়ে যাবে ভাই তুমি অতলে
ঠকাও যদি কাউকে ছলে-বলে-কৌশলে।

কারো ক্ষতি করো না তুমি ও ভাই
হবে না তাহলে ভুবনে তোমার ভালাই
মনীষীজনদের কাছে শুনতে যে পাই
মানুষকে ভালোবাসার অধিক ভালো কিছু নাই।
০৩.০৬.২০০৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।