ঢিল ছুঁড়েছি অন্ধকারে ১
- মোহন দাস (বিষাক্ত কবি) ২৬-০৪-২০২৪

আজ কাল বিশ্বে শুধু নেতাদের লড়াই
জনগন চোট খায় আর ভোট পাই মড়াই ।

কে খাবে রে খই মুড়ি কে খাবে রে দই
কেন্দ্র দিলে চাল ডাল আমরা তো পাবই ।

দিনে দিনে রাজ্যে বাড়ে কত অফিসার
মন্ত্রী লোক ঘুস খাই খালি মানুষ খাই মার ।

দেশের এই ভালো দিন আনলি রে তোরা
মূর্খ মন্ত্রী গাড়ি চরে আমরা ঠ্যাং খোড়া ।

ঘোড়াই চড়া দেশদ্রোহী মন্ত্রী মিনিস্টার
আমরা বাবু মুটে মজুর শোষণ কর ছাড় ।

ওহে আইনত বুদ্ধুজীবি পকেট মারের দল
দুর্নীতি ছাড়া মায়ের কাছে কি শিখেছিস বল ।


19.01.2020 01:55 PM

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।