শৈশবের স্মৃতি
- বেলাল হোসেন খাঁন ২৬-০৪-২০২৪

পড়ালেখায় মনোযোগী পড়ুয়াদের একজন, খেলাধুলায় কাঁচা তবুও খেলার মাঠে মন। ক্রিকেট ফুটবল মোটামুটি কাবাডিটা ভালো, ক্যারম মার্বেল বৌচি খেলায় জ্বালাতাম‌ও আলো। মাটির তৈরি নৌকা নিয়ে বাদা বাদা খেলা, পুলিশ হয়ে ডাকাত ধরতে ছিলো নাকো ফেলা। কাঁদার মাইক সুতোর তারে বক্তা সবাই সেজে, ওয়াজ মাহফিল করতাম মোরা উঠতো আওয়াজ বেজে। চাঁদনী রাতে গুটি সারা দু'দলে ভাগ হয়ে, জোড়া লাথি খেলতে গিয়ে ব্যাথা নেওয়া সয়ে। ২৭ নভেম্বর ২০২০খ্রিঃ

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।