শিকড়ের টান
- শোয়েব আহম্মেদ বাধন ২৭-০৪-২০২৪

অস্তিত্বের টানে তোমার কাছে ছুটে যাওয়া;
জীবনের প্রয়োজনে,বাস্তবতার কাছে হেরে;
তোমাকে ছেড়ে আসা।
এগারটি বছর;অনেকদিন, অনেক রাত;
কি অদৃশ্য এক মায়া তোমার!
এ মায়া কাটানোর সাধ্য নেই যে আমার!
ছেড়ে আসতে কষ্ট হয়,
অপেক্ষায় থাকি আবার কখন ফেরা হয়।

একদিন বাড়ি ফিরব
যোগ বিয়োগের হিসাবটাও মিলিয়ে নিব।
হারানো শৈশবের সাথে বার্ধক্যের;
আর ইট পাথরের শহরে আবদ্ধ থাকা;
কৈশোর আর যৌবনের।

প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব শেষে
তোমার স্মৃতিই অম্লান থাকবে!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Shoaib
১৯-০২-২০২০ ১১:১৩ মিঃ

আমি হাওর এলাকার ছেলে।আমার বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানাধীন গাগলাজুর ইউনিয়নে।চারদিকে হাওর বেষ্টিত ধনু নদীর তীরবর্তী একটি সুন্দর গ্রাম।বর্ষায় একরকম সৌন্দর্য আর শীতে আরেক রকম। এই সৌন্দর্য বর্ণনা করে বুঝানো যাবেনা আসলে নিজের চোখে না দেখলে।শৈশব-কৈশোরের সময়টা পার করার আগেই এগার বছর আগে পড়াশোনার উদ্দেশ্যে গ্রাম ছেড়ে আসি।


শৈশব কৈশোরের সময়টা পেরোনোর আগেই আমাদের অনেককে ছেড়ে আসতে হয় নিজ গ্রামকে।ইট পাথরে ঘেরা ব্যস্ত শহরের কোলাহলে ভরে ওঠে জীবন। ব্যস্ত জীবনের ফাঁকে শিকড়ের টানে মন কাঁদে কত মানুষের! তখন হয়ত আমরা কল্পনার জগতে ভেসে বেড়াই আর স্মৃতির ক্যানভাস খুলে বসি।

'শিকড়ের টান' কবিতাটি উৎসর্গ তাদের প্রতি ; যাদের শিকড়ের জন্য সত্যি ই মন কাঁদে। আর শিকড় প্রতিনিয়ত যাদের হাত বাড়িয়ে ডাকে আর বলে, "যদি মন কাঁদে তবে চলে এসো এক বরষায়।"