বিভেদের আগ্নেয়গিরি
- মোঃ আমিনুল এহছান মোল্লা - বিজয় ২৬-০৪-২০২৪

বিভেদের আগ্নেয়গিরি জ্বলিছে আজ পৃথিবীতে;
তাগুদের কলোরবে মানুষেরা ছুটিছে হিংসের জোয়ারে,
অনেক দীপ্ত প্রাণ মরিছে অগ্নির খোঁয়াড়ে
শক্তিরা পরাজিত অন্তর মোহতে।

লোভ-লালসার কোষে কোষে
নিঃশব্দে কাঁদে পৃথিবীর মানবতা বজ্র ঘূর্ণিতে
যেথায় খুলিছে ছতর-বেলাজের উত্তাল স্রোতে
অনৈতিক মিলনে গুপ্ত ধন গেছে খসে
নিষিদ্ধ আমোদ প্রমোদের উল্লাসে ।

এসে গেছে জীবনের গোধূলী বেলা-
আঁধারে পূর্ণিমাটা নিভে গেছে দুষ্টের সংকেতে
অনেক ঝড় তুফান উঠিছে উত্তাল নিশী গঙ্গাতে!
মানুষ মানুষে যদি বুক মিলাল
দেখবেই বিজয়ের সূর্য্ চমকাল।

বিভেদের আগ্নেয়গিরি জ্বলিছে আজ পৃথিবীতে;
তাগুদের কলোরবে মানুষেরা ছুটিছে হিংসের জোয়ারে,

----------০৮-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।