করোনা
- ACHINTYA SARKAR/অচিন্ত্য সরকার[পাষাণভেদী] ২৬-০৪-২০২৪

করোনা
অচিন্ত্য সরকার

করোনার ঘোরে,আছি যেন মরে
আতঙ্কে দিশেহারা,
দূরে দূরে থাকি,মুখ ঢেকে রাখি
বুঝি ছুঁয়ে দেয় কারা।

মাস্ক ঢাকা মুখে,ভয় নিয়ে বুকে
পৃথিবী কম্পমান,
হলে জ্বর কাশি,নয় পাশাপাশি
সন্দেহ,অভিমান।

হাত ধোঁয়া বারবার,বন্ধ কারবার
ব্যবসায় লালবাতি,
কি হবে কি হবে,এই ভেবে সবে
আতঙ্কে কাটে রাতি।

লক আউট বিশ্ব,শর শষ্যায় ভীষ্ম
দূষণ পাপের জ্বালা,
উন্নয়ন যে কাঁদে,পড়ে মহা ফাঁদে
সুখের এ কি জ্বালা!

বিজ্ঞানের অহংকার,ব্যর্থ হুঙ্কার
প্রকৃতি মায়ের রোষে,
শুধু অদৃশ্য কীটানু,নয় বীর হনু
শুধরাতে পারে দোষে।

মাটিতে পা রাখি,বাঁচাই গাছ পাখি
রাখি প্রকৃতির সন্মান,
রুধি সব দূষণ,শুদ্ধ করি দেহ মন
মানুষ পাবে তার মান।

নয় গুজব,নয় বজরুকি আজব
মানতে হবে স্বাস্থ্যবিধি
পালানো নয়,করতেই হবে জয়
পাশে থাকবে করুণানিধি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।