অটিজম
- উত্তম চক্রবর্তী ২৬-০৪-২০২৪

বিবেক চেতন শক্তি,
জাগরিত মন
পরিপূর্ণ হয় তবে
মনুষ্য মনন।

কিছু ত্রুটি থেকে যায়
জন্ম থেকে যার,
সঠিক সজাগে বাড়ে
বুদ্ধিবৃত্তি তার।

নিবিড় সেবায় যত্নে
সেও কর্মক্ষম,
অবহেলা নয় তারে-
সোহাগে সক্ষম।

পরিচর্যা পারে যদি
উদ্যান সাজাতে,
অটিজম নয় বোঝা
সমাজের হাতে!

তাং ০২/০৪/২০২০ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৩-০৪-২০২০ ০৩:০৬ মিঃ

অনবদ্য প্রকাশ।