অনঘ
- উম্মে সুমাইয়া মিম ২৬-০৪-২০২৪

আমার কোনো ক্ষতি হবে না,
কারণ আমি তোমার হৃদয়ের মতো সুরক্ষিত
ঈশ্বরের আবদ্ধ পাঁজরে।


সেই পাঁজরে, যেখানে-
আগলে থাকে হৃদয়ের অবিচ্ছেদ্য এক অনুভূতি,
লাল গোলাপের মতো প্রচ্ছায়া আঁকে ভালোবাসা।
যেথাকার ঢেউ ভালোবাসার উন্মত্ততায় দোলে ;
স্বচ্ছ শিশিরের মতো পাতায় পাতায় রেখে যায়
নির্মলতার প্রশ্বাস।


যে পাঁজরে আঁকড়ে থাকে বিশ্বাস এবং প্রমথ প্রেম!
আমি ঈশ্বরের সেই পাঁজরে, তোমার ভরসা নিয়ে প্রশান্ত,
আমি বিশ্বাস করি, আমি তোমার মরমে আছি,
যেখানে কোনো দুর্যোগ ঘটে না।
আমি সুরক্ষিত আছি, ঈশ্বরের আবদ্ধ পাঁজরে এবং
তোমার মননের অতলান্তিকতায়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।