এমন তো কথা ছিলো না
- সিবগাতুর রহমান ২৬-০৪-২০২৪

এমন তো কথা ছিলো না
উল্টো পথে যাবে জীবনে যত ছিলো
সাজানো গুছানো ভাবনা।
এমন তো কথা ছিলো না।

অধরাই রয়ে গেলো সুখ পাখিটা
বাকিটা জীবন বুঝি এমনই রবে।
নীড় হারা পাখি হয়ে আমি একেলা
আঁধারের মাঝে কেঁদে যাবো নীরবে।
এমন তো কথা ছিলো না।

বুঝিনিতো কোন দিন এমনি করে
স্বপ্নের ফুল গুলো পরবে ঝরে।
মনে মনে রাজা সাজা আর হবেনা
হারানো সেদিন গুলো ফিরে পাবো না।
এমন তো কথা ছিলো না।

এমন তো কথা ছিলো না
উল্টো পথে যাবে জীবনে যত ছিলো
সাজানো গুছানো ভাবনা।
এমন তো কথা ছিলো না।
******

রচনাকালঃ ৪ ডিসেম্বর ২০১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।