করোনার ছড়া ২
- মাহমুদ রিয়াদ পলাশ - ভরদুপুরে ভরাডুবি ২৭-০৪-২০২৪

টুং টাং
টিপ টিপ
বুক বড়ো ঢিপ ঢিপ
ওই বুজি
এলো এলো
করোনা!

এই এই
সরো সরো
হাঁচি হলে মাস্ক পরো
তিন হাত
দুরে দুরে
সরোনা

ধুই ধুই
হাত ধুই
দিনমান ঘরে রই
বসে বসে
দুটো বই
পড়োনা

লকডাউন
সারাদেশ
নেটে কাজ চলে বেশ
পথে ঘাটে
ঘুরাঘুরি
করোনা

অনটনে
আছে কতো
দেশের গরিব যতো
হাত খুলে
কিছু টাকা
ধরোনা।

#মাহমুদ_রিয়াদ_পলাশ
৩০.০৩.২০২০

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।